বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বামীর মরদেহ নিতে চীন থেকে এলেন স্ত্রী

  •    
  • ২০ মে, ২০২১ ১৫:২৭

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্ত্রীর কাছে শানজির মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে মরদেহ নিয়ে যাবেন। 

সিলেটে চীনা নাগরিক উই ওনটো শানজি হত্যার ঘটনায় মামলা করেছেন নিহত ব্যক্তির স্ত্রী ওয়াং কিউ আই ইউ জিং।

নগরীর কোতোয়ালি থানায় বুধবার রাতে করা মামলায় চীনা নাগরিক ও শানজির রুমমেট জো চাওকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএস এম আবু ফরহাদ এই তথ্যগুলো জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্ত্রীর কাছে শানজির মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে মরদেহ নিয়ে যাবেন।

স্বামী নিহত হওয়ার খবর পেয়ে বুধবার চীন থেকে বাংলাদেশে আসেন ইউ জিং।

এর আগে মঙ্গলবার সকালে (১৮ মে) সিলেটের পাঠানটুলা এলাকার নিবাস-বি-১১-৯ নম্বর বাসা থেকে শানজির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন।

ওসি বলেন, সেদিন শানজির মরদেহের পাশে জো চাও নামের আরেক চীনা নাগরিককে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তারা একই বাসায় থাকতেন।

জো এখন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, বিদ্যুৎকেন্দ্রে কাজ করা ১২ জন চীনা নাগরিক পাঠানটুলার ওই বাসায় থাকতেন। শানজি ও জো চাও ঘটনার দিন সকালে নাশতার সময় একই পাত্রে হাত ধোয়া নিয়ে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ছুরি নিয়ে তারা একে অপরকে আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই শানজি মারা যান। ঘটনাস্থল থেকে দুটি ছুরি জব্দ করা হয় বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর