বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ব্যবসায়ীকে হাতু‌ড়িপেটা’: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  •    
  • ১৬ মে, ২০২১ ১৭:২৮

ব্যবসায়ী রুহুল কুদ্দুস রাহাতের বাবা গোলাম কবির শনিবার গভীর রাতে পাঁচ জনের নামে এবং ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশালে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যবসায়ী রুহুল কুদ্দুস রাহাতের বাবা গোলাম কবির শনিবার গভীর রাতে পাঁচ জনের নামে এবং ২০-২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

তিনি আরও জানান, আসামি খালিদ হোসেন রবিন এবং সন্দেহভাজন মেহেদী হাসানকে রোববার সকালে টু‌ঙ্গিবাড়িয়া ইউ‌নিয়‌ন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার নামীয় অন্য আসামিরা হলেন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন, তার অনুসারী মো. শুভ, স্বপন হাওলাদার, মো. জিসান ও রবিন।

শনিবার রাতে ব‌রিশাল সদর উপ‌জেলার টু‌ঙ্গিবাড়িয়া ইউ‌নিয়‌নের মোল্লাবা‌ড়ি স্ট্যা‌ন্ডে ব্যবসায়ী রুহুল কুদ্দুস রাহাতের ওপর হামলা হয়। তাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার অনুসারীদের বিরুদ্ধে।

হামলার পর রাহাতের ভাই রা‌ব্বি নিউজবাংলাকে জানান, সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন তার সহ‌যোগী‌দের নি‌য়ে মোল্লা‌বা‌ড়ি স্ট্যান্ডে লিটনের ইলেকট্রিক দোকানে হামলা চালিয়ে তাকে মারধর ক‌রেন। এর পরপরই একই এলাকার ব্যবসায়ী রাহাতের বা‌ড়ি‌তেও হামলা চালানো হয়।

প‌রে মোল্লাবা‌ড়ি স্ট্যা‌ন্ডে রাহাতের সঙ্গে সুজ‌নের দেখা হয়। ওই সময় তার লোকজ‌ন রাহাতকে মারধর ক‌রে এবং সুজ‌ন হাতু‌ড়ি দি‌য়ে তাকে পি‌টি‌য়ে আহত ক‌রেন। তাকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়।

ইউ‌নিয়ন আওয়ামী‌ লী‌গের সাধারণ সম্পাদক ধলু মোল্লা আহ‌ত ব্যক্তির বরাত দি‌য়ে বলেন, ‘সুজ‌নের স্বজন তু‌হিনের কা‌ছে রাহাত ক‌য়েক লাখ টাকা পায়। টাকা ফেরত চাইতে গি‌য়ে এ ঘটনা ঘটে।’

তবে হামলার পর ব‌রিশাল সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ব‌লেন, ‘রাহা‌তের সঙ্গে ভোলার তু‌হিনের লেন‌দেন আছে। রাহা‌তের কা‌ছে ১ লাখ ৭২ হাজার টাকা পায় তু‌হিন। তু‌হিন ও তার ছোট ভাই ছাত্রলী‌গের শুভ এ বিষ‌য়ে আমা‌কে জানান।

‘এরপর রাহাত ক্ষিপ্ত হ‌য়ে ফেসবু‌কে নানান পোস্ট দি‌তে থা‌কেন। রাহাত বন্ধু হওয়ায় এবং একই এলাকার বাসিন্দা হওয়ায় তা‌কে ফেসবু‌কে মিথ্যাচার না করতে বলি। এরপর সে সন্ধ্যায় আমার ওপর হামলা চালায়। আর হামলা চালা‌তে গি‌য়ে সে নি‌জেই কোনোভা‌বে আহত হ‌য়ে আমার বিরু‌দ্ধে মিথ্যাচার কর‌ছে। তার সঙ্গে আমার কোনো লেন‌দেনও নেই। এ বিষ‌য়ে আমিও আই‌নের আশ্রয় নি‌ব।’

রাহাতের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের চিকিৎসক।

এ বিভাগের আরো খবর