ফেনী সদরে নিজ বাড়ি থেকে ১১ বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে শিশুটির চাচাতো ভাই।
সদরের কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধারের পর পরই আটক করা হয় ওই কিশোর চাচাতো ভাইকে।
শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফ উদ্দিন আহমেদের কাছে জবানবন্দি দেয় সে।
প্রাথমিকভাবে পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শনিবার সন্ধ্যায় শিশুটির মরদেহ দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে।
এর আগে বৃহস্পতিবার রাতে পরিবার লোকজন ঘরের ছাদে রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শিশুটি স্থানীয় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা বাবা সৌদি প্রবাসী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ঘটনার রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচাতো ভাইকে আটক করে। মরদেহের পাশ থেকে একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। ওই স্যান্ডেলের সূত্র ধরে ওই কিশোরকে আটক করা হয়েছে।