হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর নামে ধর্ষণ মামলা করেছেন এক নারী।
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় বৃহস্পতিবার রাত ১টার দিকে মামলাটি করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে এক নারীর সঙ্গে নোমানের পরিচয় হয়। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত চ্যাটিং হতে থাকে। এক সময় নোমান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারীতে আসতে বলেন।
ওই নারী হাটহাজারী এলে ২০১৯ সালের নভেম্বরে নোমান তাকে হাটহাজারী পৌরসভার কনক বিল্ডিংয়ের নিচ তলায় বাসা ভাড়া করে দেন। এরপর ওই বাসায় এক বছর ধরে তাকে ধর্ষণ করেন।
ওই বাসা ছেড়ে চট্টগ্রাম শহরে খালার বাসায় চলে গেলেও নোমানি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পরে মেয়েটি নোমানির প্রতারণা বুঝতে পেরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।
এসপি জানান, এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মুকিব হাসানের ওপর।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল কক্সবাজারের চকরিয়া থেকে নোমানকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২৬ মার্চ হাটহাজারী থানায় হামলা, ভূমি কার্যালয়, ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া কয়েকটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার নোমানকে আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন গ্রহণ করে।
তিনি চট্টগ্রামের হাটহাজারীর মেখল মাদ্রাসার শিক্ষক। হেফাজতের সাবেক আমির প্রয়াত শাহ আহমদ শফীকে হত্যার প্ররোচনায় করা মামলার এজাহারভুক্ত আসামিও নোমান।