খুলনার সোনাডাঙ্গায় নেওয়াজ মোর্শেদ নামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বুধবার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নূর ইসলাম নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আগের রাতে নগরীর ১ নম্বর ছোট বয়রা ক্রস রোডে খুনের শিকার হন নেওয়াজ মোর্শেদ।
পুলিশ জানায়, আর্থিক বিরোধে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরীর ১ নম্বর ছোট বয়রা ক্রস রোডের রুবির দোকানের পাশে হামলার শিকার হন ময়লাপোতা এলাকার নেওয়াজ মোর্শেদ। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতেই নিহতের ভাই শামীম পারভেজ আটজনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।
পুলিশ বুধবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনের এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেপ্তার করে। দুপুরে ময়লাপোতার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রানা হোসেন ও শফিকুল হোসেন নামের দুজনকে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোবহান মোল্যা বলেন, ‘আসামি নূর ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্য দুই আসামিকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।’
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘এক আসামির স্বীকারোক্তি মিলেছে। হত্যার ২৪ ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পাঁচ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’