মাদারীপুরের শিবচরে স্পিডবোট ডুবে ২৬ জন নিহত হওয়ার পর থেকে ঘাটগুলো থেকে উধাও স্পিডবোটের চালকরা।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে স্পিডবোট চলাচল। ঘাটে সারি বেঁধে রাখা হয়েছে স্পিডবোটগুলো।
ঘাটে নেই কোনো চালক। ঢাকামুখী কোনো যাত্রীকেও দেখা যায়নি ঘাটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন নিউজবাংলাকে জানান, লকডাউনের কারণে আগে থেকেই বাংলাবাজার ঘাট থেকে কোনো স্পিডবোট ছেড়ে যেত না। গোপনে শিমুলিয়া ঘাট থেকে দু-একটি স্পিডবোট ছেড়ে আসলেও তা ঘাটে না ভিড়ে দূরে কোথাও ভিড়ত। ঘাটে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় সোমবার সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোট। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৫ জনের মরদেহ। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। জীবিত উদ্ধার করা হয় স্পিডবোটের চালকসহ পাঁচজনকে।
এ ঘটনায় শিবচর থানায় সোমবার গভীর রাতে নৌপুলিশের পক্ষ থেকে বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়েছে।
আহত চালক শাহ আলমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে মামলায় আটক দেখিয়েছে পুলিশ। বাকি আসামিরা পলাতক।