বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিভল সুন্দরবনের আগুন

  •    
  • ৪ মে, ২০২১ ১৪:১৮

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসায়েন নিউজবাংলাকে জানান, সুন্দরবনের আগুন এখন পুরোপুরি নিভে গেছে। দুই-এক জায়গায় সামান্য ধোঁয়া আছে তবে আগুন নেই। বিকেলের পর বনের কতখানি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানানো হবে।

২৪ ঘণ্টার বেশি সময় পর নিভেছে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আগুন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় মঙ্গলবার বেলা পৌনে ২টার পর আর কোথাও আগুন জ্বলতে দেখা যায়নি।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসায়েন নিউজবাংলাকে জানান, সুন্দরবনের আগুন এখন পুরোপুরি নিভে গেছে। দুই-এক জায়গায় সামান্য ধোঁয়া আছে তবে আগুন নেই।

তিনি আরও জানান, বিকেলের পর বনের কতখানি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানানো হবে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দফা আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাই প্রায় দুই একর এলাকার আগুনের চারপাশে দেড় কিলোমিটার ফায়ার ক্যানেল খোঁড়া হয়েছে।

এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সোমবার দুপুর ১২টার দিকে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, অন্ধকার হয়ে আসায় সোমবার সন্ধ্যা থেকে আগুন নেভানোর কাজ বন্ধ ছিল। বাগেরহাট, মোড়েলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সহযোগিতা করেন বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন।

মঙ্গলবার ফায়ার সার্ভিস, বন বিভাগ, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য, স্থানীয় বাসিন্দাসহ প্রায় দেড় শ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার স্থান দুর্গম ও লোকালয় থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান জয়নাল আবেদীন।

এ বিভাগের আরো খবর