এখনও জ্বলছে সুন্দরবনের আগুন। তবে বন বিভাগের দাবি, আগুন নিয়ন্ত্রণে আছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নেভাতে মঙ্গলবার সকাল সাতটা থেকে আবারও কাজ শুরু হয়েছে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাই প্রায় দুই একর এলাকার আগুনের চারপাশে দেড় কিলোমিটার ফায়ার ক্যানেল খোঁড়া হয়েছে।
এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সোমবার দুপুর ১২টার দিকে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন নিউজবাংলাকে জানান, অন্ধকার হয়ে আসায় সোমবার সন্ধ্যা থেকে আগুন নেভানোর কাজ বন্ধ ছিল। তবে রাতে বৃষ্টি হওয়ায় আগুন এখন নিয়ন্ত্রণে। কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে।
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, বন বিভাগ, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য, স্থানীয় বাসিন্দাসহ প্রায় দেড় শ মানুষ।
তিনি বলেন, ‘আগুন লাগার স্থান দুর্গম ও লোকালয় থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তা ছাড়া সোমবার আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসসহ আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। আশা করছি দুপুরের মধ্যে আগুন পুরোপুরি নেভাতে পারব।’
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গোলাম সারোয়ার জানান, আগুন নিয়ন্ত্রণে বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। আগুন লাগার স্থান বনের গহিনে হওয়ায় নেভাতে সময় লাগছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বিকল্প পথ তৈরি করা হয়েছে।
আগুনের কারণ জানতে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।