ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই তরুণী।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে লাইভে আসেন তিনি।
১২ মিনিট ৩৩ সেকেন্ডের ওই লাইভে তরুণী বলেন, জসীম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম বিভিন্ন জনের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা তুলে নেয়ার ও সমঝোতার প্রস্তাব দিচ্ছেন।
তার আশঙ্কা, জসীম তার ক্ষমতার অপব্যবহার করে মেডিক্যাল রিপোর্ট ও মামলার বিভিন্ন আলামত নষ্ট করে দিতে পারে।
তিনি বলেন, ‘জসীম আমাকে বিয়ে করুক। আমি এখনই মামলা তুলে নিবো। সাংবাদিক সম্মেলন করে বলবো এটা আমাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। আমরা নিজেরা বুঝে নিবো। আপনাদের এটা নিয়ে কিছু বলার বা লেখার দরকার নেই।’
তবে বিয়ে না করলে বা জসীমের শাস্তি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন।
জসীমের বিষয়টি তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকেও জানিয়েছেন।
ছাত্রলীগ নেতা জসীম বিয়ে করার পরদিন ১৯ এপ্রিল গভীর রাতে তার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দেন এই তরুণী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা অভিযোগটি যাচাইবাছাই করে ২২ এপ্রিল মামলা হিসেবে নেয়া হয়।
মামলার পর থেকেই জসীম পলাতক। তার অবস্থান ঢাকায় বলে বিভিন্ন লোকজন নিশ্চিত করলেও পুলিশ বলছে তাকে ‘খুঁজে পাওয়া’ যাচ্ছে না।