বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফতুল্লায় ভবনে বিস্ফোরণ: স্ত্রীর পর চলে গেলেন স্বামী

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ০৮:৩৪

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাবিবুর রহমানের শরীরের বেশির ভাগ অংশই দগ্ধ ছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান। এর আগে সোমবার মারা যান তার দগ্ধ স্ত্রী আলেয়া।

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান হাবিবুর রহমান। এর আগে সোমবার সকালে মৃত্যু হয় তার স্ত্রী আলেয়া বেগমের।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া নিউজবাংলাকে এই তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাবিবুর রহমানের শরীরের বেশির ভাগ অংশই দগ্ধ ছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় দগ্ধ অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।

তল্লার জামাইবাজার এলাকার তিনতলার ওই ভবনের তৃতীয় তলায় শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে এই বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন পাশাপাশি দুই ফ্ল্যাটে থাকা দুই পরিবারের ১১ জন সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী জানান, ‘ওই বাড়ির তৃতীয় তলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করে। একটি ফ্ল্যাটে রাতে রান্নাঘরের গ্যাস লাইনের পাইপ থেকে গ্যাস বের হয়ে জমাট বেঁধে ছিল। ভোরে চুলায় আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আমরা এসব বিষয়ে জানতে পেরেছি।’

এ ঘটনার পর জেলা প্রশাসন ওই বাড়িটি সিলগালা করে দিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিন সদস্যের আরেকটি কমিটি করেছে।

এ বিভাগের আরো খবর