বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবককে মারধর: তিন পুলিশ সদস্য প্রত্যাহার

  •    
  • ২০ এপ্রিল, ২০২১ ১৩:১৭

ফেনী শহরের ট্রাংক রোডের মডেল হাই স্কুলের সামনে রোববার বিকেলে রিকশায় করে যাওয়া এক যুবককে টেনেহিঁচড়ে নামিয়ে চড়থাপ্পড়, লাথি দেয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

ফেনীতে মানসিক ভারসাম্যহীন যুবককে পেটানোর অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কৈফিয়ত চেয়ে তাদের তলব করেছে জেলা পুলিশ সুপার (এসপি)।

এসপি খোন্দকার নূরুন্নবী সোমবার রাতে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করলেও ওই পুলিশ সদস্যদের পরিচয় তিনি জানাননি।

ফেনী শহরের ট্রাংক রোডের মডেল হাই স্কুলের সামনে রোববার বিকেলে রিকশায় করে যাওয়া এক যুবককে টেনেহিঁচড়ে নামিয়ে চড়থাপ্পড়, লাথি দেয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে শহিদুল ইসলাম নামের ওই যুবক অসংলগ্ন আচরণ করছেন। এর মধ্যে তিনি রিকশায় করে বাইরে গিয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, মাস্ক ছাড়াই রিকশায় করে উকিলপাড়া থেকে ট্রাংক রোডের দিকে যাচ্ছিলেন শহিদুল। মডেল স্কুলের সামনে মডেল থানার এসআই যশোমন্ত মজুমদারসহ পুলিশ সদস্যরা তার রিকশার গতিরোধ করে।

এরপর কথা-কাটাকাটি থেকে শহিদুলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।

এসপি খোন্দকার নূরুন্নবী জানান, লোকটি মানসিক ভারসাম্যহীন। পুলিশ দায়িত্ব পালন করার সময় জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের ওপর ক্ষেপে যায় এবং মারতে আসে। তখন পুলিশ আত্মরক্ষার চেষ্টা করেছে। তার গায়ে হাত তোলা পুলিশের উদ্দেশ্য নয়। ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

১৪ এপ্রিল থেকে চলা কঠোর বিধিনিষেধে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। যারা বাইরে যেতে চান, তাদের পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে বের হতে বলা হয়েছে।

মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে বহু জায়গায়।

জরুরি সেবাদানকারীদের মুভমেন্ট পাস থাকা বাধ্যতামূলক না হলেও ঢাকায় কয়েকজন চিকিৎসকের সঙ্গে পুলিশের আচরণ ও জরিমানার বিষয়টি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে।

এ বিভাগের আরো খবর