ছেলের মোটরসাইকেলে চেপে মুখে অক্সিজেন মাস্ক নিয়ে ঝালকাঠি থেকে বরিশালে যাওয়া সেই মায়ের অবস্থা স্থিতিশীল।
করোনায় আক্রান্ত রেহানা পারভীন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন।
তার ছেলে জিয়াউল হাসান রোববার নিউজবাংলাকে জানান, শনিবার রাতে তার মায়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। এখনও তাকে অক্সিজেন দিতে হচ্ছে। তবে আর কোনো সমস্যা নেই।
তিনি বলেন, গত ১০ দিন তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছে। বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
শ্বাসকষ্টের কারণে তাকে অক্সিজেন দিতে হচ্ছিল। কঠোর লকডাউনের মধ্যে আর কোনো যানবাহন না পেয়ে মোটরসাইকেলে করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন বলে জানান জিয়াউল।
বরিশালে এই অসহায় অবস্থার ছবি তুলে ফেসবুকে আপলোড করেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ টুটুল।
তিনি জানান, কঠোর বিধিনিষেধের কারণে বরিশাল-পটুয়াখালী সড়কে চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে বেলা ২টা ৪৯ মিনিটে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে উপস্থিত হন। বরিশাল অভিমুখে যাওয়া মোটরসাইকেলের চালকের পিঠে বাঁধা ছিল অক্সিজেন সিলিন্ডার। তার পেছনে বসা নারী অক্সিজেন সাপোর্ট নিয়ে বসে ছিলেন। এ দৃশ্য দেখে তাদের মোটরসাইকেল থামানো হয়নি।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই নারী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা এবং নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার ছেলে জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা।