নাশকতার অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রফিকুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেন করেন। এ সময় কয়েক জন আইনজীবী তার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক আসামি পক্ষের আইনজীবীদের করা দুটি আবেদনি নাকচ করে দেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ডেকে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই হামলার ঘটনায় ওই রাতেই শাহবাগ থানায় মামলা করা হয়। এতে ৪৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০০/২৫০ জনকে আসামি করা হয়।