বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের ওপর হামলা: ছাত্র অধিকার নেতা আখতার গ্রেপ্তার

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ০০:৪৮

‘তার (আখতার) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের লোকজন পুলিশের ওপর হামলার ঘটনায় করা এক মামলায় সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, তার (আখতার) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের লোকজন পুলিশের ওপর হামলার ঘটনায় করা এক মামলায় সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসহায়দের ইফতারসামগ্রী উপহার দেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। পরে সন্ধ্যা সাতটার দিকে আখতার হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী আইন অনুষদের দিকে গেলে, সেখান থেকেই আখতারকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যায়।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন নিউজবাংলাকে বলেন, ‘শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক রইস উদ্দিনসহ কয়েকজন পুলিশ সদস্য আখতারের পথরোধ করে‍ন। একটি পুলিশ ভ্যান এসে ক্যাম্পাস থেকেই আখতারকে তুলে নিয়ে যায়‍। এখন পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাইনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম নিউজবাংলাকে বলেন, ‘আখতারকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে আমি শুনেছি।’

বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোনো শিক্ষার্থীকে পুলিশ এভাবে তুলে নিয়ে যেতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিয়ে যাওয়া হয়নি। তবে কারো বিরুদ্ধে যদি আইনশৃঙ্খলা বিষয়ক পুলিশের কিছু করণীয় থাকে, সেক্ষেত্রে আইন তার নিজের গতিতে চলবে। আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরীহ শিক্ষার্থী কারো দ্বারা হয়রানি হবে না।’

এ বিভাগের আরো খবর