স্ত্রী হাসনা হেনা ঝিলিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর সাকিব আলম মিশুকে বৃহস্পতিবার ফের দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
৩ এপ্রিল স্ত্রীকে হত্যার পর প্রাইভেটকার দুর্ঘটনার নাটক সাজানোর অভিযোগ রয়েছে মিশুর বিরুদ্ধে।
তিনদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মিশুকে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই ফেরদৌস আলম সরকার।
শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম শাহিনুর রহমান দুইদিনের রিমান্ডের আদেশ দেন।
আসামি পক্ষে তার আইনজীবী মেহেদী হাছানসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন হিরন জামিনের বিরোধীতা করেন।
গত ৪ এপ্রিল মিশুর তিনদিনের রিমান্ড মঞ্জুরের পাশাপাশি তার বাবা জাহাঙ্গীর আলম, মা সাঈদা আলম, ভাই ফাহিম আলম এবং বোন টুকটুকির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
হত্যার ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় ঝিলিকের শ্বশুর বাড়ির লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন।