প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিংয়ের অর্থ আত্মসাতের ঘটনায় ১২৯ জনকে তলব করেছে হাইকোর্ট।
আগামী ২৪ ও ২৫ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে আইনজীবী ছিলেন মাহফুজুর রহমান মিলন।
তিনি নিউজবাংলাকে বলেন, প্রায় ১৮ শ কোটি টাকা ঋণখেলাপীর ১২৯ জনের তালিকা জমা দেয়া হয়। পরে তাদের তলব করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এর মধ্যে ২৪ মে ১০০ জনকে এবং ২৫ মে ২৯ জনকে আসতে বলা হয়েছে।
১২৯ জনের মধ্যে বিদেশে পলাতক পি কে হালদারের নাম এসেছে পাঁচ বার। তিনি চারটি কোম্পানির নামে ও নিজ নামে ২৫৩ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার ৭৬৩ টাকা ঋণ নিয়েছেন।
এর আগে ২১ জানুয়ারি আর্থিকপ্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস থেকে ঋণখেলাপি ২৮০ জনকে জনকে তলব করেছিল একই কোর্ট।
শিডিউল এ-তে রয়েছেন নিউট্রিকুয়াল লিমিটেডের পি কে হালদার, কুলাসিন লিমিটেডের উত্তম কুমার মিস্ত্রী, গ্রিন ডিভেলপমেন্ট লিমিটেটের সুব্রত দাস, সুপেরিয়র টেক্সটাইল লিমিটেডের মো. সোলায়মান চৌধুরী, মুন ইন্টারপ্রাইজের শুনখো ব্যাপারী, ওকায়ামা লিমিটেডের সুব্রত দাস, পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের কাজী ফরিদ উদ্দিন (এফসিএ), কনিকা এন্টারপ্রাইজের রাম প্রসাদ রায়, বর্ণালী ফেব্রিকস লিমিটেডের এম এ রশিদ, এস এ এন্টারপ্রাইজের শাহ আলমসহ ১০০ জনের নাম। শিডিউল বি-তে রয়েছে ২৯ জনের নাম।