বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সালথা তাণ্ডব গুজব ছড়িয়ে; প্রশ্ন, পেছনে কারা?

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ এপ্রিল, ২০২১ ১৭:৪৭

সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, ‘আমার বাসভবনসহ বিভিন্ন অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গুজব ছড়িয়ে এ হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে।’

লকডাউনের প্রথম দিন ফরিদপুরের সালথায় বিভিন্ন সরকারি অফিসে যে তাণ্ডব চলেছে, সেটি তাৎক্ষণিক উত্তেজিত জনতার কাজ কি না, তা নিয়ে প্রশ্ন ‍উঠেছে নানা ঘটনায়।

আওয়ামী লীগে অধ্যুষিত এই এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করা হয়েছে। গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় সেখানেও ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল।

সোমবার রাতে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায় হামলাকারীরা। আটটা থেকে ১১টা পর্যন্ত উপজেলা চত্বরে লাঠিসোঁটা নিয়ে ঢুকে থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল, লকডাউন কার্যকর করার চেষ্টায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

তবে হামলাকারীদের উন্মত্ততার পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বক্তব্যে এই তথ্য কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিব সরকার বলেন, ‘আমরা জানতে পেরেছি হামলাকারীরা পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু ও এক মাওলানাকে গ্রেপ্তারের গুজব ছড়ায়।’

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে চা পান করে নটাখোলা গ্রামের মো. জাকির হোসেন মোল্যা বাড়ি ফিরছিলেন। এ সময় সেখানে লকডাউনের পরিস্থিতি পরিদর্শনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি যান।

জাকির হোসেনের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই সহকারী কমিশনারের গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তার কোমরে লাঠি দিয়ে আঘাত করেন।

তবে ইউএনও হাসিব সরকার নিউজবাংলাকে বলেন, ‘সরকারি নির্দেশ পালন করতে ওই বাজারে যান সহকারী কমিশনার (ভূমি)। সেখানে তিনি যাওয়ার পর মানুষের জটলা সৃষ্টি হয়। তখন তিনি ওই স্থান থেকে ফিরে এসে সেখানে পুলিশের একটি দল পাঠান। পুলিশ যাওয়ার পর স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এসআই মিজানুর রহমানের ওপর হামলা চালান স্থানীয়রা। হামলায় মিজানুর রহমানের মাথা ফেটে যায়।

‘পরে পুলিশের গুলিতে দুই জনের মৃত্যু ও এক মাওলানাকে গ্রেপ্তারের গুজব ছড়ানো হয়। এমন খবরে হাজারো মানুষ থানা ঘেরাও করে। পরে উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।’

সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, ‘আমার বাসভবনসহ বিভিন্ন অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গুজব ছড়িয়ে এ হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে বিএনপি, জামায়াত ও হেফাজতের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে।’

আগুন দেয়া হয় উপজেলা প্রশাসন চত্বরে

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে স্থানীয়রা মিজানুর নামে এক এসআইকে মারপিট করে। এরপর তারা গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে হামলা করে।’

তিনি বলেন, ‘তাদের এই হামলা থেকে রক্ষা পায়নি উপজেলা কমপ্লেক্সের গাছপালা বঙ্গবন্ধুর ম্যুরালসহ নানা স্থাপনা। এটি সাধারণ মানুষের কাজ হতে পারে না।

এক প্রশ্নে এই কর্মকর্তা জানান, হামলার সময়কার ভিডিও ফুটেজ পেয়েছেন তারা। সেখান থেকে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এক জনের মৃত্যু

এই তাণ্ডব চলাকালে একজনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সালথা থানার পাশাপাশি ফরিদপুর, বোয়ালমারী, ভাঙ্গা ও নগরকান্দার পুলিশসহ র‍্যাব, আনসার সদস্যরা পাঁচ শ ৮৮ রাউন্ড শর্ট গানের গুলি, ২২টি সাউন্ড গ্রেনেড এবং ৭৫ রাউন্ড রাইফেলের গুলি ছোড়ে।

হামলাকারীদের তাণ্ডব চিহ্ন ছড়িয়ে আছে বিভিন্ন স্থানে

আইশৃঙ্খলা বাহিনীর আট সদস্যসহ আহত হন কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে স্থানীয় রামকান্তপুর গ্রামের বাসিন্দা জুবায়ের হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কড়া নিরাপত্তা

হামলার পরদিন এলাকায় মানুষের চলাচল লকডাউনের প্রথম দিনের তুলনায় অনেক কমে গেছে। দোকানপাটনও কম খুলেছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, এখনও তারা মামলা করেননি। সব বিষয় খোঁজ খবর নিয়ে মামলা করা হবে।

এ বিভাগের আরো খবর