বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবে ছয় মামলা

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ১৪:৫২

চট্টগ্রামের এসপি এস এম রশিদুল হক জানান, থানা ভবনে হামলা, সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভাঙচুর ও ডাকবাংলোয় আগুন দেয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে সমর্থকদের হামলার ঘটনায় ছয়টি মামলা হয়েছে।

হাটহাজারী থানায় মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে চারটি ও ভূমি অফিসের পক্ষ থেকে দুইটি মামলা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানা ভবনে হামলা, সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভাঙচুর ও ডাকবাংলোয় আগুন দেয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাগুলো হয়েছে।

একটি মামলার বাদী সদর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আকতার কামাল চৌধুরী ও আরেকটির বাদী সহকারী কমিশনার (ভূমি) হাটহাজারী কার্যালয়ের নাজির একরামুল হক শিকদার।

এ ছাড়া বাকি চারটি মামলার বাদী পুলিশ নিজেই।

ভূমি অফিসের করা দুই মামলায় ২০০ করে অজ্ঞাতপরিচয়ের ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের একটি মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অন্য মামলার আসামি কয়জন তা নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের দিন শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররমে সংঘর্ষ হয়।

জাতীয় মসজিদের এই ঘটনার জেরে ওইদিন চট্টগ্রামের হাটহাজারীতেও পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজত সমর্থকরা।

এ সময় তারা ডাক বাংলো, ভূমি অফিস ও হাটহাজারী মডেল থানায় হামলা চালায়। হেফাজতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় থানা এলাকা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। এতে নিহত হন চারজন।

এ বিভাগের আরো খবর