বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সালিশে সংঘর্ষ: নিহত আরও ১

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১২:৪১

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে একটি সালিশ বৈঠক চলাকালে গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন। এর মধ্যে এক তরুণের মৃত্যু হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আরেকজন ঢাকা মেডিক্যালে নেয়ার পথে মারা যান।

মুন্সিগঞ্জে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে মারা যান আওলাদ হোসেন মিন্টু।

মিন্টুর প্রতিবেশী ও তার সঙ্গে হাসপাতালে যাওয়া সোহেল রানা নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের সংঘর্ষে দুই তরুণ নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন সৌরভ নামের এক তরুণ। এ নিয়ে এলাকার মুরব্বিরা সালিশ বৈঠক বসান বুধবার রাতে। বৈঠকে ওই স্কুলছাত্রী ও তার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আওলাদ হোসেন মিন্টু নামের স্থানীয় এক ব্যক্তি ও তার লোকজন। আর সৌরভের সঙ্গে ছিলেন তার বাবা জামাল হোসেন ও তার লোকজন।

সালিশ চলাকালে মিন্টু ও জামালের মধ্যে তর্কাতর্কির এর পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সে সময় আহত হন বেশ কয়েকজন।

তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ২২ বছরের ইমন হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস নিউজবাংলাকে জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ইমন নামে এক তরুণ মৃত ছিলেন। এ ছাড়া মিন্টুসহ আরও কয়েকজন গুরুতর আহত হওয়ায় তাদের সরাসরি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আবুবক্কর সিদ্দিক জানান, ঢাকা মেডিক্যালে নেয়ার পথে সাকিব হোসেন নামে আরেকজনের মৃত্যু হয়।

ইমন ও সাকিব মিন্টুর অনুসারী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ওসি বলেন, ঘটনার বিস্তারিত জানার কাজ চলছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

এ বিভাগের আরো খবর