বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ০০:২০

শাহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০ টায় লাইনচ্যুত ট্রেনের ৮টি চাকাই লাইনের ওপর দাঁড় করাতে সক্ষম হয়।’

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে দুর্ঘটনায় পড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা পর। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।

তিনি জানান, রাত ১১টার দিকে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

বুধবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়ার পোড়াদহ জংশনে লাইনচ্যুত হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শাহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টায় লাইনচ্যুত ট্রেনের ৮টি চাকাই লাইনের ওপর দাঁড় করাতে সক্ষম হয়।’

রেলওয়ের ডিভিশনাল ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিষ কুমার মণ্ডল জানান, লাইনচ্যুত বগি ও তার পেছনের বগি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের দুটি বগি রেখে বাকি ট্রেন ঘুরিয়ে আনার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী।

৬০ বছর বয়সী ওই নারীর নাম সালেহা বেগম। তিনি মিরপুর উপজেলার খাল মাগুরা গ্রামের বাসিন্দা।

পোড়াদহ রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে অবশিষ্ট ট্রেনটি হালসা থেকে ঘুরিয়ে আনার পথে মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, ওই নারীর সঙ্গে থাকা তার নাতনিও আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর