বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

  •    
  • ২০ মার্চ, ২০২১ ২২:২৬

ইউএনও জানান, তিন সদস্যের তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসককে। এ ছাড়া কমিটির সদস্য করা হয়েছে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তবে অন্য সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা প্রশাসন।

রাস্তা সংস্কারের জন্য রাখা মাটিচাপায় গাইবান্ধার সুন্দরগঞ্জে সহোদর ভাইসহ তিন শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া এ মৃত্যুর ঘটনায় সুন্দরগঞ্জ থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ।

তিনি জানান, তিন সদস্যের তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসককে। এ ছাড়া কমিটির সদস্য করা হয়েছে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তবে কমিটির অন্য সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা প্রশাসন।

তিনি আরও বলেন, মাটিচাপায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় জমির মালিক ও সড়ক সংস্কারের প্রকল্প সংশ্লিষ্টদের গাফিলতি ও অবহেলার বিষয়টি প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। তারপরও মাঠপর্যায়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।আরও পড়ুন: খেলতে গিয়ে মাটিচাপায় প্রাণ গেল তিন শিশুর

এর আগে শুক্রবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে খেলতে গিয়ে সড়ক সংস্কারের মাটিচাপা পড়ে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়। নিহত শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

এ ঘটনায় ওই দিন রাতেই সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিসহ দুটি অপমৃত্যু মামলা হয়।

এ বিভাগের আরো খবর