বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টপ টেনে লুটপাট: সেই ‘নকল’ সোহানসহ ৫ জন রিমা‌ন্ডে

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ২৩:১৪

রিমান্ডে পাঠানো পাঁচ আসামির মধ্যে আল আ‌মিনকে ১৫ হাজার টাকার চু‌ক্তি‌তে ছাত্রলীগের কর্মী মাজহারুল ইসলাম সোহা‌নের বদ‌লে কারাগারে পাঠানো হয় বলে অ‌ভি‌যোগ রয়েছে।

বরিশাল নগরীর টপ টেন শোরুমে হামলা ও লুটপাটের মামলায় কারাগারে থাকা ‘নকল’ আসামি আল আমিন হোসেন সোহানসহ পাঁচজনকে রিমান্ডে নেয়া হয়েছে।

বরিশালের দ্রুত বিচার আদালতে মঙ্গলবার তাদের তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শকে (এসআই) আশরাফুল আলম। শুনানি শেষে নির্বাহী হাকিম আনিছুর রহমান তাদের একদিনের রিমান্ডের আদেশ দেন।

ওই পাঁচ আসামি হলেন নগরীর লুৎফর রহমান সড়ক এলাকার আল আমিন হোসেন সোহান, কলেজ এভিনিউ এলাকার মারুফ হাসান টিটু, বিএম কলেজ এলাকার রানা হক, কাশিপুর মহুয়া এলাকার মিজান শরীফ ও নগরীর কশাইখানা এলাকার নিলয় আহম্মেদ রাব্বি।

তাদের মধ্যে আল আ‌মিনকে ১৫ হাজার টাকার চু‌ক্তি‌তে ২১ নম্বর আসামি ছাত্রলীগের কর্মী মাজহারুল ইসলাম সোহা‌নের বদ‌লে কারাগারে পাঠানো হয় বলে অ‌ভি‌যোগ রয়েছে। সন্দেহ এড়াতে আল আমি‌নের নামের সঙ্গে সোহান যোগ ক‌রে দেয়া হয়। আসল আসামি সোহানের বদলে আরেকজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিউজবাংলায় সংবাদ প্রকাশের পর সামনে আসে।

গত ৭ মার্চ বিকেলে মাস্ক পরে নগরীর টপ টেন শোরুমে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরদিন বরিশাল কোতোয়ালি মডেল থানায় ২১ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন ব্রাঞ্চ ম্যানেজার ইমরান শেখ।

এ ঘটনায় ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রে র‌য়ে‌ছেন এজাহারভুক্ত ১৯ আসামি।

এ বিভাগের আরো খবর