চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনায় এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কিশোর মো. কাউছারের মা নূর নাহার শুক্রবার সকালে হালিশহর থানায় এ মামলা করেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন মামলার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হালিশহরের ছোটপুল এলাকায় কিশোর নিহতের ঘটনায় শুক্রবার সকালে শহীদুল আলম শহীদ নামের এক তরুণের নামে মামলা করেন।
মামলার পর দুপুর ১টার দিকে হালিশহর থানা এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউছার ও শহীদুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাউছারকে সেখানকার গ্রিনহাউজ আবাসিক এলাকায় নিয়ে বুকে ছুরিকাঘাত করেন শহীদুল।
স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় উদ্ধার করে কাউছারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাউছারের মৃত্যু হয়।