সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদে ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ ২১ দিন পর উদ্ধার করা হয়েছে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর লঞ্চঘাটের ভাঙা এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস আব্দুল আজিজের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া নিউজবাংলাকে জানান, নৌকায় করে যাওয়ার সময় এক যুবক নদে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, স্বজনরা আব্দুল আজিজকে শনাক্ত করেছে। কারও কোনো আপত্তি না থাকায় মঙ্গলবার রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া লঞ্চঘাটের কাছে ১৪ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার ডুবে যায়।
১১ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ হন তিন শ্রমিক।
ট্রলারডুবির ৫৪ ঘণ্টা পর লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা এলাকা থেকে নিখোঁজ শ্রমিক বাবুরালি সরদারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এরপর আরেক নিখোঁজ শ্রমিক শফিকুল ইসলামের মরদেহ ভাঙা এলাকা থেকে উদ্ধার করা হয়।