বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোবা থেকে ৪৮ দিনের শিশুর মরদেহ উদ্ধার: দাদার মামলা

  •    
  • ৯ মার্চ, ২০২১ ১৬:৩২

রোববার রাতে শিশুটির বাবা হামিদুল থানায় ফোন করে জানান, তার ছেলেশিশুটি নিখোঁজ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পায়নি। সোমবার ভোর সোয়া ৪টার দিকে হামিদুল ফের থানায় ফোন করে জানান, শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় পাওয়া গেছে।

রংপুরের বদরগঞ্জে একটি ডোবায় ৪৮ দিন বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় ওই শিশুর দাদা নুরুল ইসলাম একটি হত্যা মামলা করেছেন। তবে মামলায় কাউকে আসামি করা হয়নি।

সোমবার রাত ১১টার দিকে বদরগঞ্জ থানায় এই মামলা হয় বলে মঙ্গলবার নিউজবাংলাকে জানিয়েছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

ওসি হাবিবুর বলেন, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা হামিদুল ইসলাম ও মা ফরিদা পারভীনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান, সোমবার সকালে শিশুটির মরদেহ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে বদরগঞ্জ উপজেলার আরাজী দিলালপুর বানিয়াপাড়া গ্রাম থেকে ওই শিশুর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। শিশুটির বাবা হামিদুল থানায় ফোন করে জানান, তার ছেলেশিশুটি নিখোঁজ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পায়নি।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে হামিদুল ফের থানায় ফোন করে জানান, শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় পাওয়া গেছে। পরে সকালে মরদেহ থানায় আনা হয়।

এ বিভাগের আরো খবর