চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে ‘নিখোঁজ’ হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদী জেলার রায়পুরা থানার বাল্লাকান্দি চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা আবদুর রউফ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
গেল শনিবার সকালে নিয়মিত বন্দি গণনাকালে ওই বন্দির অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। পরে সিনিয়র জেল সুপার এ বিষয়ে কোতোয়ালি থানায় জিডি করেন।
রুবেল গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন।
কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে রাখা হয় রুবেলকে। শুক্রবার সন্ধ্যায় রুবেলসহ অন্য আসামিদের রুমে তালাবদ্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু শনিবার ভোর ৬টায় কক্ষের তালা খোলার পর সন্ধান মেলেনি রুবেলের।
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও তালাবদ্ধ একটা ভবন থেকে একজন বন্দির হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে কারা অভ্যন্তরে।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে জেলার রফিকুল ইসলামসহ এক ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়া সাময়িক বরখাস্ত হয়েছেন। সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এ ঘটনায় খুলনা বিভাগীয় ডিআইজি প্রিজনস ছগীর মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি প্রিজনস একে এম ফজলুল হক গেল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কারাগারের ভেতর থেকে হত্যা মামলার আসামি নিখোঁজ হওয়ার ঘটনাকে কারা কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখছে। যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে অফিশিয়াল ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত কমিটির রিপোর্টের পর প্রয়োজনীয় আরও ব্যবস্থা নেয়া হবে।’