কক্সবাজার শহরের কলাতলীতে ট্রাকচাপায় আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবারের ওই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।
সোমবার মারা যাওয়া আল আমিনের বাড়ি কুমিল্লায়। কলাতলীর একটি রেস্তোরাঁয় কাজ করার সূত্রে কক্সবাজার শহরে থাকতেন তিনি।
কলাতলীর ডলফিন মোড়ে শনিবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনের ফুটপাতে উঠে যায়। ওই জায়গাটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী ও যানবাহনকে সরাসরি ধাক্কা দেয় ট্রাকটি।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুইজন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরদিন আরও একজনের মৃত্যু হয়।
এদিকে ঘটনার দুই দিন পার হলেও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ।