নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার বেলাল হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (কোম্পানীগঞ্জ) বিচারক মোসলেহ উদ্দিন নিজাম সোমবার সকালে আসামিকে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মোস্তাফিজুর রহমান সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুজাক্কির হত্যা মামলায় গ্রেপ্তার বেলালকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তাকে তিন দিনের রিমান্ডে দিয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার ডটকমের নোয়াখালী প্রতিনিধি মুজাক্কির।
মুজাক্কির হত্যায় গ্রেপ্তার বেলাল হোসেন। ছবি: নিউজবাংলা
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
এর তিন দিন পর মুজাক্কিরের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নোয়াব আলী মাস্টার কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এর পর গেল রোববার দুপুরে বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বেলালকে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেলাল হোসেন ‘পাঙ্খা বেলাল’ নামে এলাকায় পরিচিত। তিনি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী ছিলেন।