কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে দুর্ঘটনায় পড়া মালবাহী ট্রেন উদ্ধারে শুক্রবার সারা রাত সময় লাগবে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিন দুপুর সোয়া ১টার দিকে মোহিনী মিল এলাকায় নির্মাণ সরঞ্জাম বহনকারী ট্রেনের ট্রলির সংঘর্ষে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
এ পর থেকে কুষ্টিয়ার পোড়াদহ থেকে রাজবাড়ী গোয়ালন্দ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম বলেন, ‘প্রথম বগিটা তোলার পর দেখা গেছে এর নিচের রেল লাইনও বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত করে তুলতে দ্বিগুনেরও বেশি সময় লেগে যাচ্ছে।’
শনিবার ভোর ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
পোড়াদহ-গোয়ালন্দ এবং রাজশাহী-টুঙ্গীপাড়া দুটি রুটে একটি এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন এই পথ দিয়ে দিনে ১০ বার আসা যাওয়া করে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ