মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি ইমান আলী ও ইমরান মোল্লা।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) রকিবুজ্জামান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আমিনুল ইসলামের আদালতে ওই দুই আসামি জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মামলার আরেক আসামি নাবালক হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন।
বুধবার বেলা ২টার দিকে সিঙ্গাইর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে ও চার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন ফারুকের বড় ভাই হিরু মিয়া। মামলার পরপরই ইমন আলী, ইমরান মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাফিজুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে প্রথমে অটোরিকশাচালক ইমনকে শনাক্ত করা হয়। তার দেয়া তথ্যমতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইমরান ও সোহানকে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনেরই বাড়ি উপজেলার আজিমপুর এলাকায়।’
সোমবার স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ির গানের অনুষ্ঠান শেষে রাত ১টার দিকে বাড়ি ফিরছিলেন ফারুক। পথে উপজেলা পরিষদের সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। মঙ্গলবার বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
- আরও পড়ুন: ছাত্রলীগ হত্যা মামলায় গ্রেপ্তার ৩