বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চান্দিনায় কৃষক হত্যা: আসামি গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  •    
  • ১ মার্চ, ২০২১ ২০:১৮

‘হত্যার ১৫ দিন হলেও এখন পর্যন্ত একজন আসামিকেও ধরতে পারেনি পুলিশ। এদিকে আসামিরা হুমকি দিয়ে বলছে, মামলা তুলে না নিলে আমাদেরও একই পরিণতি হবে।’

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের কৃষক মো. ফরিদ মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার এতবারপুর গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। এতে নিহত কৃষকের স্ত্রী কোহিনুর বেগমসহ স্বজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

লিখিত বক্তব্য পড়েন কোহিনুর বেগম। বলেন, তাদের পাশের বাড়িরেএক কিশোর দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। হত্যাকাণ্ডের দিন (১৫ ফেব্রুয়ারি) তার দেবর মিজানুর রহমানকে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয় ওই কিশোর। মিজান ঘটনাটি জানাতে কিশোরের বাবা রুহুল আমিনের কাছে গেলে তার ছেলেরা মিজানকে মারধর করেন।

তিনি আরও বলেন, ‘চাচাকে মারছে, এ খবর শুনে আমার দুই মেয়ে সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। পর আমার স্বামী ফরিদ মিয়া কৃষিকাজ থেকে এসে ভাগনে নূরে আলমকে নিয়ে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রুহুল আমিন, তার ছেলে কিশোর (১৭), হাবিবুর রহমান, আলাউদ্দিন জুয়েল তাকে পিটিয়ে হত্যা করে। তারা পিটিয়ে নূরে আলমেরও মাথা ফাটিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘হত্যার ১৫ দিন হলেও এখন পর্যন্ত একজন আসামিকেও ধরতে পারেনি পুলিশ। এদিকে আসামিরা হুমকি দিয়ে বলছে, মামলা তুলে না নিলে আমাদেরও একই পরিণতি হবে।’

মামলার তদন্ত কর্মকর্তা, চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নোমান হোসেন বলেন, ‘আমরা তদন্তে কোনো অবহেলা করছি না। আসামিরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ বিভাগের আরো খবর