চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর এলাকায় বাবা হত্যার মামলায় আসামি সুজন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর ৫টার দিকে জেলার নাচোল উপজেলা থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক বাবুল সরদার জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নাচোল থেকে ভোরে আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত তরিকুলের স্ত্রী ছবি খাতুন শনিবার ছেলে সুজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, শনিবার দুপুরে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকায় ট্রাক্টর কেনার জন্য তরিকুলের কাছে টাকা চেয়েছিলেন সুজন। এ সময় টাকা না দেয়ায় তরিকুলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ের তার গলা টিপে ধরেন সুজন। এ সময় সুজনের হাত থেকে তরিকুলকে ছাড়ান তার (তরিকুল) ভাই। এর কিছুক্ষণ পরেই তরিকুল মারা যান।
ঘটনার পর থেকে সুজন পলাতক ছিলেন।