সিরাজগঞ্জে ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে চার দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় আটক বাবু মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাবু মণ্ডলকে মুখ্য বিচারিক হাকিম মোরশেদুল আলমের আদালতে নেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
শনিবার বিকেল চারটার দিকে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী নিউজবাংলাকে বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চারটি টিম মাঠে রয়েছে। শিশুটির সন্ধানে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। কাজ করছেন র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও।’
এর আগে মঙ্গলবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নিখোঁজ হয় ২৩ দিনের শিশু মাহিম।
সন্তান নিখোঁজের পর শিশুর মা মঞ্জুয়ারা বেগম নিউজবাংলাকে বলেন, ‘ঠান্ডাজনিত কারণে ছয় দিন আগে হাসপাতালে ভর্তি হই। আজকে কাপড় ধোয়ার জন্য বাইরে যাই। পরে এসে দেখি আমার ছেলে মাহিম নেই। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।’
হাসপাতালের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা দুই নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু হিজাবে মুখ ঢাকা থাকায় এবং সিসিটিভির ফুটেজ স্পষ্ট না হওয়ায় তাদের চেহারা বোঝা যাচ্ছে না।
ঘটনার দিন রাতেই শিশুটির বাবা চয়ন ইসলাম পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁচ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।