কিশোরগঞ্জের কলেজছাত্র ফারহান মাসুদ বিজয় হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রেখেছে পুলিশ।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ শহরে সোমবার প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন কলেজ ছাত্র ফারহান মাসুদ বিজয় (২০)। তিনি শহরের নগুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ী নিকলী উপজেলায়। তিনি নিকলী মুক্তিযোদ্ধা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, শহরের আখড়া বাজার ও নগুয়া এলাকার দুদল যুবকের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জের ধরে সোমবার সন্ধ্যায় একদল যুবক নগুয়া মোড়ে ফারহানকে ছুরিকাঘাতে হত্যা করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ফারহান হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। হত্যায় জড়িত সন্দেহে শহরের আখড়া বাজার এলাকা থেকে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।