বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষাবোর্ডের নামে ‘সুন্দরী বউ’ বাছাইয়ের তথ্য ছড়াল কারা

  •    
  • ২৯ মে, ২০২২ ১৪:১২

সাইকোলজি টেস্টের নামে করা প্রশ্নের ধরনে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার উল্টো হতবাক। তিনি বলেন, ‘সাইকোলজি টেস্টের জন্য এগুলো কেমন প্রশ্ন?’

সাইকোলজি টেস্টের একটি পদ্ধতি ঘুরছে ফেসবুকে।

এতে বলা হয়েছে, ‘যেকোনো তিনটি বেছে নিন: শিক্ষা, টাকা, সম্পদ, সুখ, ক্ষমতা, সুস্বাস্থ্য, মেধা, সুন্দরী বউ।’

‘বাংলাদেশ শিক্ষা বার্তা’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়েছে পোস্টটি। পোস্টদাতা হিসেবে রয়েছে ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড’-এর নাম।

শনিবার রাতে পোস্ট করা স্ট্যাটাসে রোববার বেলা ১টা পর্যন্ত রিঅ্যাক্ট দিয়েছেন ১১ হাজার ফেসবুক ব্যবহারকারী। কমেন্ট করেছেন ১৭ হাজার জন। পোস্টটি শেয়ার হয়েছে ১৫৯টি। অনেকেই সরকারি প্রতিষ্ঠান থেকে এ ধরনের পোস্ট দেয়ার কঠোর সমালোচনা করেছেন।

এই পোস্টের উৎস অনুসন্ধান করেছে নিউজবাংলা। এতে দেখা গেছে, দেশে ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড’ বলে কোনো শিক্ষাবোর্ডের অস্তিত্বই নেই। ‘বাংলাদেশ শিক্ষা বার্তা’ নামের ফেসবুক পেজটির এক অ্যাডমিনের ছদ্মনাম হলো ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড’। তিনিই শনিবার রাতে ‘বাংলাদেশ শিক্ষা বার্তা’ পেজে এই পোস্টটি দেন, তবে নিজের প্রোফাইলে তিনি এ-সংক্রান্ত কিছু লেখেননি।

কভার ফটোতে বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহার করে তৈরি করা হয়েছে ‘বাংলাদেশ শিক্ষা বার্তা’ পেজ ও ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড’-এর প্রোফাইলের। ফলে এটি সহজেই সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পেরেছে।

ফেসবুকের যে পেজ থেকে ছড়িয়েছে পোস্টটি

প্রায় ২৫ হাজার সদস্যের বাংলাদেশ শিক্ষা বার্তা গ্রুপের অ্যাবাউট সেকশনে বলা হয়েছে (বাক্য ও বানান অপরিবর্তিত), ‘স্বাগতম বাংলাদেশ শিক্ষা বার্তা গ্রুপে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা নিয়ে এবং যে কোন বিষয় মতামত জানতে ও জানাতে গ্রুপটিতে জইন করে আপনার বন্ধুদের ইনবাইট করে দিন।’

দেশে সাধারণ শিক্ষাবোর্ড রয়েছে নয়টি। এ ছাড়া একটি মাদ্রাসা শিক্ষাবোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড’ বলে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার নিউজবাংলাকে বলেন, ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ড নামে দেশে কোনো বোর্ড নেই। দেশে রয়েছে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষাবোর্ড।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয় শিক্ষাবোর্ডের নামে যা ছড়ানো হচ্ছে তা বানোয়াট দাবি করে তিনি বলেন, ‘এগুলোর কোনো সত্যতা নেই।’

সাইকোলজি টেস্টের নামে করা প্রশ্নের ধরনে উল্টো হতবাক তপন কুমার সরকার। তিনি বলেন, ‘সাইকোলজি টেস্টের জন্য এগুলো কেমন প্রশ্ন?’

বিষয়টি নজরে আনার জন্য নিউজবাংলাকে ধন্যবাদ জানিয়ে তপন কুমার বলেন, ‘আমি বিষয়টি বিটিআরসির নজরে আনব এবং এগুলো বন্ধ করার পদক্ষেপ নেব।’

অনেক ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্ষোভ জানিয়েছেন

কথিত ফেসবুক পেজ ও প্রোফাইলে বাংলাদেশ সরকারের মনোগ্রাম ব্যবহারের মাধ্যমে আইন লঙ্ঘন হয়েছে বলেও নিশ্চিত হয়েছে নিউজবাংলা।

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্তি সচিব (আইন ও বিধি অনুবিভাগ) শফিউল আজিম নিউজবাংলাকে বলেন, ‘এটা যে কারও ব্যবহারের অনুমতি নেই। সুনির্দিষ্ট নীতিমালা আছে। এর বাইরে কেউ ব্যবহার করলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।’

এ-সংক্রান্ত নীতিমালাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের সময়ে করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনুমতিক্রমে মাপের অনুপাত ঠিক রেখে বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করতে হবে।’

এই প্রোফাইল থেকে ‘বাংলাদেশ শিক্ষা বার্তা’ পেজে পোস্টটি দেয়া হয়েছে

তিনি ওই ফেসবুক পেজ ও প্রোফাইলের লিংক পাঠানোর অনুরোধ জানিয়ে নিউজবাংলা প্রতিবেদককে বলেন, ‘আমাকে আপনি পাঠান। আমরা আমাদের আইটি শাখাকে দিয়ে পুলিশের কাছে পাঠাব।’

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (বিধি অধিশাখা) সামছুল আলম নিউজবাংলাকে বলেন, ‘সরকারি লোগো বিনা অনুমতিতে ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইনে পানিশমেন্টের বিষয়ে সেভাবে উল্লেখ নেই। তবে সরকারি নিয়ম ভঙ্গের বিষয়টি কোনো কোনো ধারার মধ্যে তো চলে আসে।

‘বিষয়গুলোকে সুনির্দিষ্ট করতে আগের তৈরি করা সার্কুলারটির আধুনিকায়নে আমরা কাজ শুরু করেছি।’

এ বিভাগের আরো খবর