বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাশিয়া সীমান্তে কি ট্যাংক পাঠাচ্ছে ফিনল্যান্ড

  •    
  • ৫ মে, ২০২২ ১৬:০২

ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে ফিনল্যান্ডেরও ন্যাটোতে যোগ দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাশিয়া এরই মধ্যে পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয় তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। এমন পরিস্থিতিতে অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে রাশিয়া সীমান্তে ট্যাংক পাঠাচ্ছে ফিনল্যান্ড।

ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যেসব দাবি রয়েছে, তার মধ্যে দেশটিকে নিরপেক্ষ হিসেবে ভূমিকা পালনের বিষয়টিও ছিল। অর্থ্যাৎ দেশটি ন্যাটোতে যোগ দিতে পারবে না।

এদিকে ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে ফিনল্যান্ডেরও ন্যাটোতে যোগ দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাশিয়া এরই মধ্যে পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয় তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।

এমন পরিস্থিতিতে টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে ফিনল্যান্ডে ট্রেনে ট্যাংক পরিবহন করা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, রাশিয়া সীমান্তে ট্যাংক পাঠাচ্ছে ফিনল্যান্ড। বেশ কয়েকটি টুইটার হ্যাণ্ডেলে এরই মধ্যে ভিডিওটি শেয়ার হয়েছে এবং ফেসবুকের অনেক পেজেও ভিডিওটিকে শেয়ার করতে দেখা গেছে।

কুর্দিস্তান ২৪ রেডিওতে ভিডিওটি প্রকাশ পাওয়ার পর এরই মধ্যে প্রায় ১৪ লাখ ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন। ৪১ হাজার রিঅ্যাক্ট ও ২ হাজার ৬০০ মন্তব্য দিয়েছে নেটিজেনরা। এসব মন্তব্যে অনেকেই যুদ্ধের পরিধি বৃদ্ধির আশঙ্কা করেছেন।

তবে ফিনিশ ডিফেন্স ফোর্সের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে পলুস্টাসভইমাট এক টুইটবার্তায় নিশ্চিত করেছে, অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশন সত্য নয়। এই ট্যাংকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল নিনিসালো ও সাকিলাতে অ্যারো টুয়েন্টি-টু মহড়ার সময়। অর্থ্যাৎ ফিনল্যাণ্ডের পক্ষ থেকে রুশ সীমান্তে কোনো ট্যাংক পাঠানো হয়নি।

Verkossa on kiertänyt video, jossa väitetään näkyvän panssarivaunujen siirtoa Suomen rajoille. Videon väite ei pidä paikkaansa. Kaluston siirto liittyy Maavoimien mekanisoituun Arrow 22 -harjoitukseen. Harjoittelu tapahtuu Niinisalossa ja Säkylässä. https://t.co/brtoTRj39R

— Puolustusvoimat (@Puolustusvoimat) May 4, 2022

রাশিয়া থেকে ১৯১৭ সালে স্বাধীনতা লাভ করে ফিনল্যান্ড। এরপর থেকেই পারতপক্ষে দেশটি যেকোনো সামরিক জোটে যোগদান এড়িয়ে চলত। স্নায়ুযুদ্ধের সময়েও তারা নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসেনি। সম্প্রতি ন্যাটোভুক্ত নয় এমন একটি দেশে (ইউক্রেন) রাশিয়া হামলা চালালে ফিনল্যান্ড ও সুইডেন নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে ন্যাটোতে যোগদানের বিষয়টি ভাবতে থাকে।

তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেন যদি ন্যাটোতে যোগ দেয়ার কোনো চিন্তাভাবনা করে তবে এতে প্রতিক্রিয়া দেখাবে রাশিয়া। নিজেদের নিরাপত্তার অজুহাতে এ দুই দেশের অন্যের ক্ষতি করা ঠিক হবে না।’

এ বিভাগের আরো খবর