ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচল এবং প্রবেশ নিয়ন্ত্রণে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসসহ চারদিন মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান।
টিএসসি মেট্রো স্টেশন যে চারদিন বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো- আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি।
প্রক্টর বলেন, ‘বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের ছয়টি পয়েন্ট চাইলেই আমরা বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা উল্লিখিত চারদিন মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করেছি।’
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রো রেলের টিএসসি স্টেশন চারদিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি।’
ঢাবি প্রক্টর জানান, সুপারিশের পর যোগাযোগ সচিব তাৎক্ষণিক মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালককে তাএই চারদিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। আশা করি, এ বিষয়ে শিগগির মেট্রো রেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
ডাকসু নির্বাচন
সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ডাকসু নির্বাচন নিয়েও কথা বলেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ডাকসু নির্বাচনের প্রক্রিয়া এবং গঠনতন্ত্র বিষয়ে সুপারিশ করার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করেছে। কমিটি বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ডাকসু নির্বাচন হতে পারে।