ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগে সদ্যঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি থেকে ছয় নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এই নির্দেশনা প্রদান করেছেন।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন ও মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ছয়জনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
তবে তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ১৪ নভেম্বর ঘোষিত ২৪২ সদস্যবিশিষ্ট ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া একাধিক নেতার বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এছাড়া পদ পাওয়া আরও এক নারী নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ৫ আগস্টের পর ফেসবুকে এক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপ করেছেন।