বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজু ভাস্কর্যের নারীমূর্তিতে হিজাব তদন্তে কমিটি

  • প্রতিনিধি, ঢাবি   
  • ২১ অক্টোবর, ২০২৪ ২০:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। এলাকার সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হবে। আরও বিশ্লেষণ করে দেখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ফুটেজ পাঠানো হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের নারীর মূর্তিতে হিজাব পরিয়ে দেয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে অজ্ঞাতপরিচয় কয়েক যুবক মাস্ক পরে মোটরবাইকে এসে আইকনিক রাজু ভাস্কর্যের এক নারীর মূর্তির মাথায় হিজাব পরিয়ে দেয়। তবে কে বা কারা এ কাজ করেছে সেটা জানা যায়নি। এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা এবং এ জাতীয় ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর পেয়ে রাতেই ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিটন নন্দীসহ কয়েকজন সেখানে গিয়ে এই হিজাব খুলে ফেলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিতর্ক সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ এসব কাজ করছে। তাদের এই চক্রান্ত সফল হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ সোমবার দুপুর ১টার দিকে দুই সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলামকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান।

সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রাজু ভাস্কর্যটি পরিদর্শন করে দেখেছি। হিজাবটি আগেই অপসারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না এ ঘটনার জন্য কারা দায়ী।

‘কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। ফুটেজ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হবে। আরও বিশ্লেষণ করে দেখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ফুটেজ পাঠানো হবে।’

ঘটনার বিস্তারিত তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর