বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যা পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি কার্যক্রম স্থগিত

  • প্রতিনিধি, জবি   
  • ২৫ আগস্ট, ২০২৪ ২২:৩১

সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তির কার্যক্রম দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হবে।’

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তির কার্যক্রম দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে।’

এ বিভাগের আরো খবর