বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে শুক্রবার জুমার নামাজ শেষে নাটোরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বিকেলে শহরতলীর কাফুরিয়া বাজার থেকে মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় আধ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। সন্দেহভাজন হিসেবে শহরের মাদ্রাসা মোড় থেকে মাছুম ভুইয়া নামে একজনকে আটক করে পুলিশ।
আটক মাসুমের পরিবারের সদস্যরা জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা মোড়ে এলে পুলিশ তাকে আটক করে।