ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা চলে গেলেও ক্যাম্পাস-সংশ্লিষ্ট এলাকায় রাতে একাধিক স্থানে সংঘর্ষ হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে নীলক্ষেত মোড় এলাকায় এবং প্রায় একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
এদিকে বিকেল থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম। তিনি বলেন, আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ।
রাত সাড়ে ৯টার দিকেও নীলক্ষেত মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংঘর্ষ শুরু হয়।
বঙ্গবন্ধু টাওয়ার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চানখাঁরপুল মোড় পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। জবাবে আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রায় আধ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা পিছু হটে পুরান ঢাকার দিকে চলে যান।