সরকারি চাকরির সব গ্রেডে এবং সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে কোটবাড়ি বিশ্বরোড অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে তিন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শিক্ষার্থীরা বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে রওন দিলে যাওয়ার পথে আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ, তিন সাংবাদিক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত তিন সাংবাদিক হলেন আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন মজুমদার, চ্যানেল আই কুবি প্রতিনিধি সৌরভ সিদ্দিকী ও ক্যাম্পাস প্রেসের অন্তু।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ীর দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।