সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার মশাল মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে প্রায় চার ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার বিকেল ৩টায় মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। সন্ধ্যা ৭টায় মশাল মিছিল দিয়ে কর্মসূচি শেষ করেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামীকাল বুধবার সারাদিন মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, গত ৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।
এ অবস্থায় সারা দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সক্রিয় হয়েছেন।