বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাসের হার ও জিপিএ ফাইভে এবারও এগিয়ে ছাত্রীরা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ মে, ২০২৪ ১৪:২৯

গত বছরের মতো এবারও দুই দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা।

এসএসসি ও সমমানের ২০২৪ সালের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ফাইভ পাওয়ায় আগের বছরের ধারাবাহিকতা রক্ষা করেছে ছাত্রীরা।

গত বছরের মতো এবারও দুই দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তুলে ধরেন।

দুই বছরের ফলের তুলনামূলক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সব বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ ফাইভের সংখ্যা এক লাখ ৮২ হাজার ১২৯।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্রের মধ্যে আট লাখ ছয় হাজার ৫৫৩ জন পাস করে। ছাত্রদের গড় পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।

এবারের মাধ্যমিকে অংশ নেয়া ছাত্রদের মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন জিপিএ ফাইভ পায়।

অন্যদিকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে আট লাখ ৬৫ হাজার ৬০০ জন পাস করে। ছাত্রীদের গড় পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ।

এবারের মাধ্যমিকে অংশ নেয়া ছাত্রীদের মধ্যে ৯৮ হাজার ৭৭৬ জন জিপিএ ফাইভ পায়।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন ছাত্রের মধ্যে সাত লাখ ৯৬ হাজার ৪০৪ জন পাস করে। ছাত্রদের গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৮৭ শতাংশ।

গতবারের মাধ্যমিকে অংশ নেয়া ছাত্রদের মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন জিপিএ ফাইভ পায়।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন ছাত্রীর মধ্যে আট লাখ ৪৪ হাজার ৭৩৬ জন পাস করে। ছাত্রীদের গড় পাসের হার ছিল ৮১ দশমিক ৮৮ শতাংশ।

গতবারের মাধ্যমিকে অংশ নেয়া ছাত্রীদের মধ্যে ৯৮ হাজার ৬১৪ জন জিপিএ ফাইভ পায়।

এ বিভাগের আরো খবর