বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতি বছর নির্দিষ্ট সময় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে করতে হবে: সাদ্দাম

  • সাকিব আসলাম, ইবি প্রতিনিধি   
  • ২৯ আগস্ট, ২০২৫ ০০:১০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়মিতভাবে করতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার জায়গা। ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতি বছরে নির্দিষ্ট সময় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে করতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সাদ্দাম বলেন, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন নীতিমালার আলোকে রুটিন মাফিক সম্পন্ন করতে হবে। যেহেতু ছাত্র সংসদ কোন দলীয় বিষয় নয়, নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হন। সুতরাং এগুলো নিয়মিতভাবে করার জন্য আহ্বান থাকবে। যে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা করা হয়নি সেখানে অতিসত্বর শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি অধীনস্ত তারা একটা কমিটি গঠন করে একটা সাধারণ নীতিমালা প্রণয়ন করুক। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেগুলোকে অনুমোদনের মাধ্যমে ছাত্র সংসদ চালু করুক।

উদ্বেগ প্রকাশ করে সেক্রেটারি বলেন, স্বাধীন বাংলাদেশে যেভাবে আমাদের মত প্রকাশে গণতন্ত্রের চর্চার হওয়ার কথা ছিল কার্যত সেটা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৭১ অব্দি ৩০ টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। কিন্তু ৭১ পরবর্তী সময় আমরা মাত্র সাত থেকে আটটা নির্বাচন দেখেছি। এ কেমন গণতন্ত্র! স্বাধীনতা পেয়েছে কিন্তু স্বাধীনতা বা সেই মুক্তির স্বাদ আমরা পাইনি। ছাত্র সংসদ আদায় করতে গেলেও আন্দোলন, সংগ্রাম, অনশন, অফিস ঘেরাও এই ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদের মৌলিক অধিকারগুলো আদায় করতে হচ্ছে। এটা লজ্জাজনক।

শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও শিক্ষকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ক্যাম্পাসে স্বাভাবিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মেধাবী নেতৃত্ব বাছাই হয়ে দেশ, জাতি কল্যাণে ও জাতীয় রাজনীতিতে তারা যেন অবদান রাখতে পারে এ সুব্যবস্থা রাষ্ট্র পরিচালনাকারীরা করবেন।

এ বিভাগের আরো খবর