বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রক্টর প্রভোস্টকে অব্যাহতির আশ্বাসে জাবিতে অবরোধ স্থগিত

  • প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   
  • ১৩ মার্চ, ২০২৪ ১৮:২০

বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে নিপীড়নবিরোধী মঞ্চের সঙ্গে আলোচনায় বসেন জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির আলমকে আগামী ১৭ মার্চের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে উপাচার্যের ১৮ মার্চ অব্যাহতি দেয়ার আশ্বাসে নতুন প্রশাসনিক ভবনের অনির্দিষ্টকালের অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে নিপীড়নবিরোধী মঞ্চের পক্ষ থেকে এ তথ্য জানান ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলি।

তিনি বলেন, ‘উপাচার্য বলেছেন, আগামী ১৭ মার্চের ভেতর প্রক্টর ও প্রভোস্ট নিজেরাই তাদের দায়িত্ব ছেড়ে দেবেন। তা না হলে ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের ক্ষমতাবলে তিনি তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেবেন।

‘উপাচার্য আমাদের কাছে ১৮ মার্চ দুপুর পর্যন্ত সময় চেয়েছেন। আমরা অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ স্থগিত করছি। ১৮ ই মার্চ দুপুরের ভেতর যদি দাবি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা আবার প্রশাসনিক ভবন অবরোধ করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার বলেন, ‘১৮ তারিখের ভেতর প্রক্টর ও প্রভোস্টের অব্যাহতির বিষয়ে উপাচার্য আশ্বাস দিয়েছেন।’

এর আগে, বুধবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে নিপীড়নবিরোধী মঞ্চের সঙ্গে আলোচনায় বসেন জাবি উপাচার্য অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা। সেখানে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ থেকে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে নিপীড়নবিরোধী মঞ্চ। তাদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িত ব্যক্তিদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং মীর মশাররফ হোসেন হল প্রভোস্টের বিরুদ্ধের অপরাধে সহায়তার অভিযোগ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি, মেয়াদ শেষ হওয়ার পরও হলে থাকা শিক্ষার্থীদের বের করে এবং গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত, নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির বহিষ্কারাদেশ নিয়ে প্রজ্ঞাপন জারি ও অফিস আদেশ প্রণয়ন, ইতোপূর্বে যৌন নিপীড়ন সেলে উত্থাপিত সব অমীমাংসিত অভিযোগসহ ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িত ব্যক্তিদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এ বিভাগের আরো খবর