জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আবাসিক হলের রুমে আটকে রেখে নারীকে ধর্ষণের ঘটনায় আন্দোলনে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি জানাজানি হলে রাত থেকেই মীর মশাররফ হোসেন হলের সামনে জড়ো হতে থাকেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে সেখানেই তারা সমাবেশ করেন। সমাবেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
রোববার বেলা ১২টার দিকেও বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ সময় ঘটনাটির প্রতিবাদে তিন দফা দাবি জানান আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীর।
তাদের দাবিগুলো হলো- এক ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা, তিন দিনের মধ্যে হলগুলোতে অবস্থানরত অছাত্রদের বের করা এবং এ ঘটনায় প্রক্টর, প্রভোস্টের ভূমিকা স্পস্টকরণ করা।
বিক্ষোভ সমাবেশে প্রায় চার শতাধিক শিক্ষার্থী-শিক্ষক উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ছবি: নিউজবাংলা
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লা ভূঁইয়া বলেন, ‘আপনারা জানেন যে, এক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ থাকলেও তার কোনো সঠিক বিচার হয়নি।
‘কোনো ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রত্যিটি ঘটনার সঙ্গে থাকে একটা যোগাযোগ, একটা কার্যকরণিক সম্পর্ক। এই বিশ্ববিদ্যালয়ের কোনো অপরাধের বিচার হয় না।’
তিনি বলেন, ‘গতকালের ঘটনায় দেশব্যাপী আমার ক্যাম্পাস, শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম, পত্রিকার মাধ্যমে লজ্জিত হয়েছে; তারা অপমানিত হয়েছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর ধরে আছি। শিক্ষক হিসেবে আমিও অপমানিত হয়েছি।
‘এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয়া না হয়, কোনো ছলচাতুরির আশ্রয় নেয়া হয়, তাহলে যারা এই ছলচাতুরির আশ্রয় নেবে, তাদের আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করব।’
বিচারের দাবিতে জাবি ভিসির কাছে আন্দোলনকারীরা। ছবি: নিউজবাংলা
দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা কয়েকটি দাবি জানিয়েছি। যতক্ষণ না বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা থাকব।’
এ ঘটনার নিন্দা জানিয়ে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে দুটি পৃথক মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। পরে একই স্থানে দুপুর ১টার দিকে মানববন্ধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা।
দাবি তুলে ধরছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: নিউজবাংলা
এর আগে, শনিবার জাবির আবাসিক হলে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন জঙ্গলে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫তম ব্যাচ) ছাত্র মোস্তাফিজুর রহমান ও বহিরাগত মামুন নামের এক যুবক।
ঘটনার পর ইতোমধ্যে চারজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
আটক চারজন হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬তম আবর্তনের সাগর সিদ্দিকী, একই বিভাগের ৪৫তম আবর্তনের হাসানুজ্জামান ও মোস্তাফিজ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭তম আবর্তনের সাব্বির হোসেন।