ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা কারও পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলযোগে একদল যুবক বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর মোড় এলাকায় এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের জোরালো শব্দে এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন হল থেকে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়। পরে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সংগঠনটির নেতা-কর্মীরা বিস্ফোরণস্থলে এসে মহড়া দিতে থাকেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ‘জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব বলে আশা করছি।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এখন থেকে ক্যাম্পাস এলাকায় সব মোটরসাইকেলকে নিরাপত্তা তল্লাশির আওতায় নিয়ে আসার চিন্তা-ভাবনা চলছে।’
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায়ও তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছিল। সে ঘটনায় ঢাবি ছাত্রলীগ নেতা-কর্মীরা সন্দেহভাজন তিন ব্যাক্তিকে মারধরের পর পুলিশে দেন।