বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পালাতে গিয়ে পাঁচতলার কার্ণিশে আটকা, অতঃপর…

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৫ অক্টোবর, ২০২৩ ২০:২৬

ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসার হিফজ বিভাগের ১০ বছর বয়সী এক শিক্ষার্থী পালাতে গিয়ে ছাদের কার্নিশে আটকা পড়ে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর ফায়ার সার্ভিস সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করেন।

মাদ্রাসা থেকে পালানোর পথ খুঁজছিল শিশু শিক্ষার্থীটি। দরোজা দিয়ে তা সম্ভব না হওয়ায় সে ভবনের ছাদ দিয়ে নিচে নামার উদ্যোগ নেয়। আর মাদ্রাসা ভবনটির পাঁচতলা থেকে ছাদ দিয়ে পালাতে গিয়ে ঘটে বিপত্তি। আটকা পড়ে যায় ছাদের কার্নিশে।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের মাদ্রাসাতুল ইদকান-এ। মাদ্রাসার হিফজ বিভাগের দশ বছর বয়সী শিক্ষার্থীটি ছাদের কার্নিশে আটকা পড়ার পর সবার মাঝে শুরু হয় হুড়োহুড়ি। উপায়ান্তর না পেয়ে ফোন করা হয় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে শিশুটিকে উদ্ধার করেন।

জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার নিউজবাংলাকে বলেন, ‘বুধবার সকাল ১০টার দিকে মাদ্রাসার শিক্ষার্থী শিশুটি মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ৫ তলার কার্নিশে আটকা পড়ে। এমন তথ্য জানিয়ে ইসহাক নামে এক ব্যক্তি ফোন করে শিশুটিকে উদ্ধারে সহায়তা চান।

‘ফোন কলটি পেয়ে তাৎক্ষণিক ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। পরে সকাল ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর